টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড থেকেই ছিটকে গেল দু’বারের চ্যাম্পিয়নরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের সুপার ১২ পর্যায়ে উঠে গেল আয়ারল্যান্ড। প্রশাসনের অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত হওয়ার কারণেই কি মাঠে মুখ থুবড়ে পড়ল ওয়েস্ট ইন্ডিজ? সেই প্রশ্নই এখন উঠছে ক্রিকেটমহলে।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান ইনিংস। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যে লড়াই করেন কেবল ব্র্যান্ডন কিং। ৪৮ বলে ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে, বল হাতে ম্যাজিক দেখান আয়ারল্যান্ডের বোলার গ্যারেথ ডেলানি। মাত্র ১৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। রান তাড়া করতে নেমে কোনও সময়েই সমস্যায় পড়তে হয়নি আয়ারল্যান্ডকে। মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন তাঁরা। ওপেন করতে নেমে ৬৬ রানের ইনিংস খেলেন পল স্টার্লিং। তিন নম্বরে নেমে ৪৫ রানের ইনিংস খেলেন লোরকান টাকার।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ১২-তে উঠতে পারেনি আয়ারল্যান্ড।কিন্তু চলতি বিশ্বকাপে তারাই ছিটকে দিল দু’বারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নকে। ওয়েস্ট ইন্ডিজের বিদায়ের পরেই সেদেশের ক্রিকেট প্রশাসনকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটপ্রেমীরা। বিশ্বের প্রথম সারির টি-টোয়েন্টি লিগে দাপটের সঙ্গে খেলছেন কায়রন পোলার্ড, ডোয়েন ব্র্যাভো, আন্দ্রে রাসেলের মতো ক্রিকেটাররা। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁদের কেউই ছিলেন না।

বেশ কিছুদিন ধরেই নানা বিষয় নিয়ে দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন ক্রিকেটাররা। সেই জন্যই দেশের হয়ে ক্রিকেট খেলতে রাজি হচ্ছেন না ক্যারিবিয়ান তারকারা। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই মুখ পুড়ল ক্যারিবিয়ান শিবিরের। প্রথম রাউন্ডের গণ্ডিও টপকাতে পারল না নিকোলাস পুরানের দল। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে খেলতে নেমেও ব্যর্থ হল তারা। প্রশ্ন উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 11 =