রাজ্যের হেরিটেজ তকমা পেতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি

রাজ্যের ‘হেরিটেজ’ তকমা পেতে চলেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের বাড়ি, এমনটাই সূত্রে খবর। এখানে বলে রাখা শ্রেয়, রাজ্যের সপ্তম মুখ্যমন্ত্রী এই সিদ্ধার্থ শঙ্কর রায়। তাঁর দক্ষিণ কলকাতার বাড়িটিকে হেরিটেজ তকমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুর নিগম। কলকাতা পুর নিগমের তরফ থেকে যে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি। পাশাপাশি তিনি এও জানান, আগামী সপ্তাহেই সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে। স্থানীয় কাউন্সিলর আর সেই কারণেই ‘হেরিটেজ’ তকমা দেওয়ার মতো এমন এক সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুর নিগম। আর তাতে সিলমোহর দিয়েছে কলকাতা পুরসভারই হেরিটেজ কনজার্ভেশন কমিটি।

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতার হাজরা এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের এই দোতলা বাড়ি। ১৯০০ সালে নির্মিত বাড়িটি বর্তমানে এলাকার ‘ল্যান্ডমার্ক’ হয়ে উঠেছে। এই বাড়িটি কেবল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি নয়, এটির অনেক ইতিহাসও রয়েছে। মহাত্মা গান্ধি থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিও এসেছেন এই বাড়িতে। বর্তমানে অবশ্য বাড়িটির মালিক রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের নাতি অয়ন রায়। তিনি বোনের সঙ্গে বাড়িটিতে হোমস্টে করেছেন। বাড়িটির হেরিটেজ তকমা দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এখনই কিছু বলতে নারাজ অয়নবাবু। কলকাতা পুর নিগমের তরফে এই বিষয়ে নোটিশ পাওয়ার পরই এই বিষয়ে প্রতিক্রিয়া দেবেন বলে জানান তিনি। এই প্রসঙ্গে হাজরার ওই এলাকার কাউন্সিলর তথা কলকাতা পুর নিগমের মেয়র-ইন কাউন্সিলর সন্দীপ রঞ্জন বক্সি জানান, ‘যে বাড়িটিতে সিদ্ধার্থ শঙ্কর রায় থাকতেন, সেখানে মহাত্মা গান্ধি, ইন্দিরা গান্ধি ,পণ্ডিত রবি শঙ্করের মতো বিখ্যাত ব্যক্তিত্বরাও এসেছিলেন। এটা ইতিহাসের একটা অংশ। তাই আমরা শহরের হেরিটেজ এলাকা হিসাবে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছি।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + seventeen =