আইনশৃঙ্খলার অবনতি হলে চুপ করে বসে থাকব না, বার্তা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এবার কড়া বার্তা এল রাজভবন থেকে। রাজভবনের তরফে রবিবার এক বিবৃতি জারি করে রাজ্যপাল আনন্দ বোস স্পষ্ট ভাষায় জানান, আইন-শৃঙ্খলার অবনতি হলে তিনি চুপ থাকবেন না। তিনি আরও বলেন, প্রতিবাদ গণতন্ত্রের অংশ কিন্তু হিংসা নিয়ম-বিরুদ্ধ। তাই কোনভাবে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি মেনে নেবেন না।সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলার মতো একটি সংস্কৃতিবান এবং ঐতিহ্যপূর্ণ রাজ্যে অগণতান্ত্রিক কার্যকলাপ কখনই কাম্য নয়। আমি মন্ত্রী নিশীথ প্রামাণিকের থেকে সবটা বিস্তারিত শুনেছি। গোটা ঘটনায় আমি শকড! কোনওভাবেই বাংলায় আইন শৃঙ্খলার অবণতি হতে দেওয়া যাবে না। শক্ত হাতে এর মোকাবিলা করা হবে।’ একইসঙ্গে রাজ্যপাল এও বলেন, ‘ভয় এবং পক্ষপাতদুষ্ট না হতে পুলিশ এবং প্রশাসনকে কাজ করতে হবে। রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সময় উপযোগী যথাযথ ব্যবস্থা নেবে রাজভবন। কারণ সভ্য সমাজে হিংসার কোনও স্থান নেই। নির্মমভাবে হিংসা উপড়ে ফেলা হবে।’ এরই রেশ ধরে রাজ্যপাল এদিন এও জানান, ‘গণতান্ত্রিক পরিকাঠামোয় প্রতিবাদ করা যায় কিন্তু, কেউ আইন হাতে তুলে নিতে পারেন না।‘ সঙ্গে এও জানান, ‘বিভিন্ন দিক থেকে আমার কাছে ৩৫৫ ধারা জারি করার দাবিও এসেছে। আমি তা নিয়েও আমার মতো করে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাচ্ছি। আর যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, পশ্চিমবঙ্গ সরকার নিশ্চই সেই বিষয়ে পদক্ষেপ করবে।‘ এরই প্রেক্ষিতে, নিশীথ প্রামাণিকের কনভয়ে শনিবারের হামলার ঘটনায় প্রশাসনের কাছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্টও তলব করেন তিনি।

প্রসঙ্গত, বিরোধী দলনেতা রবিবার বিকেলে বিরোধী দলনেতা নন্দীগ্রামে বিরুলিয়ার অঞ্চল সম্মেলন থেকে সোজা পৌঁছে যান রাজভবনে। সেখানে রাজ্যপালের সঙ্গে একটি বৈঠকও হয় তাঁর। সূত্রে খবর, রাজ্যপালকে শনিবারের নিশীথ প্রামাণিকের এই ঘটনা সম্পর্কে সবিস্তারে জানান শুভেন্দু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 12 =