ছুটির দিন বন্ধুদের সঙ্গে গুজরাতের মোরবীর মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজ দেখতে গিয়েছিলেন। আনন্দ করে ফিরে আসারই পরিকল্পনা ছিল। যাওয়ার সময়েও কেউ ভাবেননি এমন বিপদ আসতে চলেছে। ব্রিজ বিপর্যয়ে প্রাণ গেল বাংলার যুবকের। ব্রিজ বিপর্যয়ে নিহত হাবিবুল শেখ, এ রাজ্যের পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু’নম্বর ব্লকের মুকসিমপাড়া পঞ্চায়েত কেশববাটি এলাকার বাসিন্দা। ছোট থেকে বেশ মেধাবী। তবে অভাবের কারণে খুব বেশি লেখাপড়া করতে পারেনি সে। একাদশ শ্রেণির পরই পড়াশোনায় ইতি টানতে হয়।পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে সোনার কাজ করার জন্য পাড়ি দিয়েছিলেন গুজরাতে। গুজরাতে কাকার কাছে থেকেই কাজ চালিয়ে যাচ্ছিলেন হাবিবুল। রবিবার ছিল কাজের ছুটি। আর তাই ছুটির দিনে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন গুজরাতের মোরবীর মচ্ছু নদীর উপরের কেবল ব্রিজে। আর তখনই ভেঙে পড়ে সেতু। আর পাঁচজনের মতো মচ্ছু নদীতে তলিয়ে যান হাবিবুল। বেশ কিছুক্ষণ নিখোঁজ থাকার পর উদ্ধার হয় হাবিবুলের নিথর দেহ। ছেলের মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। দেহ ফেরার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবারের সদস্যরা সহ এলাকাবাসী।