ইডেনে প্লে-অফের আগে কপালে চিন্তার ভাঁজ আবহাওয়া নিয়ে

প্রকৃতির রুদ্ররোষ কাকে বলে, শনিবার টের পেয়েছে ইডেন গার্ডেন্স। আগামী ২৪ ও ২৫ মে দু’টো প্লে অফ ম‌্যাচ ইডেনে। শনিবার তার পুলিশি পরিদর্শন ছিল। হঠাৎ করেই তার মধ্যে তাণ্ডব শুরু করে দেয় কালবৈশাখী। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিএবি আগেভাগে মাঠ ঢেকে রাখছিল নতুন আনা কভার দিয়ে। কিন্তু ঝড়-বৃষ্টির দাপটে মাঠের কভারের একাংশ স্রেফ উড়ে যায়! ভেঙে যায় প্রেসবক্সের কাচও।

আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, ইডেনে প্লে-অফের দিনও নিশ্চিন্তে থাকার উপায় নেই শহরের ক্রিকেটপ্রেমীদের। কারণ, আগামী ২৪ মে, ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারের দিন, বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার পরের দিন, অর্থাৎ ২৫ মে, ইডেনে এলিমিনেটর যুদ্ধের দিনেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বোর্ড থেকে সিএবি, শহরের আবহাওয়া নিয়ে সবাই বেশ চিন্তায়। বৃহস্পতিবার সিএবিতে এসেছিলেন ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকেও বেশ চিন্তিত দেখাচ্ছিল। এখন প্রশ্ন হল, ইডেনে যদি বৃষ্টির জন্য ম্যাচ বাতিল হয় তাহলে কী হবে?

প্রথমত বৃষ্টি হলেও চেষ্টা করা হবে অন্তত ন্যূনতম ওভারে খেলা করানোর। সন্ধে সাড়ে সাতটা থেকে প্লে অফ ম্যাচ শুরু। বৃষ্টি হলে একটা নির্দিষ্ট সময়ের পর ওভার কাটা শুরু হবে। জানা গিয়েছে, সর্বনিম্ন পাঁচ-পাঁচ দশ ওভারের ম্যাচ করানো যেতে পারে। আইপিএলের ইতিহাসে এর আগে এই ইডেনেই ৬-৬ ওভারের ম্যাচ হয়েছে। প্রশ্ন হল, সেটাও সম্ভব না হলে কী হবে?

আইপিএলের নিয়ম বলছে, সেক্ষেত্রে সোজাসুজি ফাইনাল খেলতে চলে যাবে গুজরাট টাইটান্স। আগামী ২৪ মে ইডেনে গুজরাটের সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলা রাজস্থান রয়্যালসের। সোজা কথায়, গ্রুপের এক বনাম দুইয়ের যুদ্ধ। সেই ম্যাচের একটা বলও না খেলা হলে, গুজরাট ফাইনাল খেলতে চলে যাবে গ্রুপ পর্বে এক নম্বরে থাকার কারণে। আর দু’নম্বর রাজস্থান আহমেদাবাদে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে। ইডেনের দ্বিতীয় ম্যাচটা এলিমিনেটর। যেখানে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলা হবে বিরাট কোহলির আরসিবির। সেই ম্যাচের একটা বলও না খেলা হলে লখনউ চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে। গ্রুপে তিন নম্বরে থাকার কারণে। আর একটা বলও না খেলে বিদায় নিতে হবে কোহলিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =