শুক্র থেকে শনিবার দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কার কথা জানাল আবহাওয়া দপ্তর, সতর্কবার্তা নবান্ন থেকেও

বঙ্গোপসাগর থেকে পশ্চিমাঞ্চলে নিম্নচাপ গঠনের জেরে এবং আর্দ্রতার বৃদ্ধির ফলে ৩১শে মার্চ শুক্রবার থেকে ১লা এপ্রিল শনিবার আবহাওয়ার তুমুল তাণ্ডবের আশঙ্কা করেই জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। বাঁকুড়া,পুরুলিয়ায়,পশ্চিম মেদিনীপুর-সহ একাধিক জেলাকে সতর্ক করা হয়েছে। জেলাগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ এর নির্দেশ নবান্নের।
এদিকে শুক্রবার ৩১শে মার্চ থেকে ১লা এপ্রিল, ২০২৩ এর মধ্যে পশ্চিমবঙ্গে তুমুল বজ্রঝড়ের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তরও। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে সতর্কতা, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন শিলাবৃষ্টি-সহ বজ্রঝড় এবং ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে শুক্র এবং শনিবার রাজ্যের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার জেরেই পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সতর্ক করল নবান্ন। এরই পাশাপাশি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী যাতে প্রস্তুত রাখা হয় সেই বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলোকে। বিশেষত পশ্চিমাঅঞ্চলের জেলাগুলোতে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বৃহস্পতি থেকেই আবহাওয়ায় বড় বদল আসার সম্ভাবনা। পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়, বৃহস্পতিবার থেকেই শুরু এই আবহাওয়ার পরিবর্তনের। এরপর শুক্রবার রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির আশঙ্কা। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টির আশঙ্কা। দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে।
তবে বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলেই জানিয়েছে আবহাওযা দপ্তর। জলীয় বাষ্প থাকায় বেড়েছে অস্বস্তিও। সঙ্গে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয় আলিপুর আবহাওয়া অফিস থেকে। আর এই ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলা ও উপকূলের জেলাগুলিতেই বেশি বলেই খবর।
তবে শুক্রবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বিভিন্ন জেলাতে। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এই স্পেলের দুর্যোগ চলবে শনিবার পর্যন্ত। শনিবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − fourteen =