কলকাতা : দুর্গাপুজো মানেই ভিড়, আনন্দ আর চেনা সঙ্গী বৃষ্টি। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে ঘনীভূত হয়ে আজ নবমীর দিনেই সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামীকাল দশমীতে সেটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এবং পরে ওড়িশা উপকূলে অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আজ থেকে টানা কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়াবিদদের পূর্বাভাস, বুধবার থেকেই কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী ৪ অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গেও আবহাওয়া খারাপ হওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে দশমী থেকে ভারী বৃষ্টি নামতে পারে। মালদা ও দুই দিনাজপুরে বজ্রঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আকাশ বুধবার সকাল থেকে আংশিক মেঘলা। দুপুরের পর থেকে বিক্ষিপ্ত বৃষ্টি নামার সম্ভাবনা প্রবল। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশ

