নিজস্ব প্রতিবেদন, কালনা: ‘কেন্দ্রীয় বাহিনী আসবে কি আসবে না, সেই নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী চুল টানাটানি করছেন, তাই কেন্দ্রীয় বাহিনী নয়, জনগণের বাহিনী চাই, যে বাহিনী আমাদের ভোট ও পঞ্চায়েতকে রক্ষা করবে।’ পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুর বাস স্ট্যান্ডে বাম মনোনীত প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভায় এমনই মন্তব্য করলেন সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।
তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘যদি কোনও বাচ্চার ভালো দিদি থাকে, তার দিদির পার্থ চ্যাটার্জির মতো বন্ধু থাকে, তাহলে তার চাকরি হবেই। এটাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের সংßৃñতি।’ এদিন তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে ১০০ দিনের কাজে দুর্নীতি, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি করেছে তৃণমূল সরকার। গত পাঁচ বছরে তাদের গ্রামেগঞ্জে যা কাজ করার কথা ছিল, তার কিছুই হয়নি। গত পাঁচ বছর ধরে বামেরা দুর্নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছে। লুটেরাদের বিরুদ্ধে আন্দোলন করতে করতে বাম কর্মী-সমর্থকদের মনোবল অনেক বেড়েছে। সাধারণ মানুষের লুটেরাদের নেওয়ার মতো মেজাজ তৈরি হয়েছে। গ্রামেগঞ্জের মানুষ সেই বার্তাই দিচ্ছেন।’