ব্যারাকপুর : ‘ভাটপাড়া ঐতিহ্যশালী জায়গা। এখানে পণ্ডিতরা থাকেন। আবার গুন্ডারাও থাকে। কিন্তু গুন্ডাদের শেষ করার দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি।’ শনিবার কাঁকিনাড়ার কাঁটাপুকুরের পাশ থেকে প্রচুর সংখ্যক বোমা উদ্ধার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এভাবেই দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। সোমবার কাঁকিনাড়ার মানিকপীর সাধুমঠ এলাকায় ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানে এসে সাংসদ বলেন, ‘পুলিশ খুব ভালো কাজ করছে। গুন্ডা-মস্তানদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ বোমাও উদ্ধার করছে।’ সাংসদের কথায়, ভাটপাড়ার মানুষ শান্তি চায়। ভাটপাড়ার মানুষ এখন শান্তি দেখতে পাচ্ছেন। সাংসদের আক্ষেপ, কিছু মানুষ এখানে গুন্ডাদের সমর্থনে কথা বলছে। তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে বিতাড়িত করা হবে।
নেতাজির জন্মবার্ষিকীর অনুষ্ঠানেদুঃস্থদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়। প্রসঙ্গত, মানিকপীরে নেতাজির আবক্ষ মূর্তির পাশে আবর্জনার স্তুপ পড়ে থাকে। সাংসদ বলেন, পুরসভার বিষয়টি দেখা উচিত। জায়গাটিকে আবর্জনা মুক্ত করা উচিত। সাংসদের সংযোজন, জগদ্দলের বিচুলি ঘাট পুননির্মাণ করে করে দেশনায়ক নেতাজির নামে উৎসর্গ করা হবে। এদিন সাংসদ ছাড়াও হাজির ছিলেন ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, সিআইসি অমিত গুপ্তা, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়, তৃণমূল নেতা সঞ্জয় সিং, পাপ্পু সিং, পিন্টু সিং, মন্নু সাউ, রাজ বিশ্বাস প্রমুখ।