উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি করণীয় আর কী করণীয় নয় তা জানিয়ে বিজ্ঞপ্তি সংসদের তরফ থেকে

মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক। তার আগে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও। পরীক্ষায় কী করণীয় আর কী করণীয় নয়, তা জানিয়ে সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সংসদের তরফ থেকে। সংসদের তরফ থেকে বারংবার বলে দেওয়া হয়, এগুলো ভুললে চলবে না।

এরপর পরীক্ষার্থীদের প্রত্যেক পরীক্ষার দিনে নিজেদের অ্যাডমিট কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। একইসঙ্গে এও নির্দেশ দেওয়া হয়েছে, গার্ডের দায়িত্বে যিনি রয়েছেন বা অন্য কোনও দায়িত্বে থাকা ব্যক্তি যখন অ্যাডমিট কার্ড দেখতে চাইবেন, তখন তাঁকে অ্যাডমিট কার্ড দেখাতে হবে। শুধু তাই নয়, এদিকে প্রত্যেক পরীক্ষার দিনে অ্যাটেন্ডান্স শিটে অবশ্যই সই করতে হবে পরীক্ষার্থীদের।

একইসঙ্গে এই বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, প্রথম পরীক্ষার দিনে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। অন্যান্য পরীক্ষার দিনগুলিতে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়েই পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা শুরুর অন্তত ১০ মিনিট আগে নিজের আসনে গিয়ে বসতে হবে। পেন, পেন্সিল, কালি, ইরেজ়ার, ইনস্ট্রুমেন্ট বক্স  এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পরীক্ষার্থীদেরই নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদেরই। তবে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্রে রয়েছে নিষেধাজ্ঞা। সেক্ষেত্রে জানানো হয়েছে, কেবলমাত্র সংশ্লিষ্ট পরীক্ষার সময়েই সায়েন্টেফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পরীক্ষার হলে ইনভিজিলেটর বা ভ্যেনু সুপারভাইজার ছাড়া অন্য কারও সঙ্গে কোনওরকম কথা বলা যাবে না। একইসঙ্গে এও জানানো হয়েছে যে, পরীক্ষার সময় শেষ হওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের উত্তরপত্র জমা দিতে হবে। যদি কোনও পরীক্ষার্থী দুপুর পৌনে ১টায় পরীক্ষার হল থেকে বেরোতে চায়, তাহলে উত্তরপত্র জমা দিয়ে বেরোতে পারবে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। একইসঙ্গে এও বলা হয়েছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরে পরীক্ষার্থীরা উত্তরপত্র ডেস্কে বা টেবিলে রেখে টয়লেটে যেতে পারবে।

একইসঙ্গে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞাও। যেমন, কোনও পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ফোন বা কোনও ইলেকট্রনিক গ্যাজেট (ক্যালকুটের ছাড়া) নিয়ে ঢুকতে পারবে না। যদি কোনও পরীক্ষার্থী মোবাইল বা অন্য কোনও গ্যাজেট নিয়ে ধরা পড়ে, তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। সঙ্গে এও সাবধানবাণী দেওয়া রয়েছে, দুপুর পৌনে ১টার আগে উত্তরপত্র জমা দেওয়া যাবে না। পরীক্ষার হলের ভিতরে কোনও পরীক্ষার্থী যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটায়, সেই বিষয়েও সতর্ক করে দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। যদি এমন কোনও ঘটনা ঘটে, তাহলে ওই পরীক্ষার্থীদের রেজাল্ট আটকে যেতে পারে এবং তার বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থাও নেওয়া হবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা প্রশ্নপত্রের উপর কেউ কিছু লিখতে পারবেন না। পাশাপাশি মনে করিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনও পরীক্ষার্থীর থেকে কোনও জিনিস নেওয়া যাবে না। পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কেউ যেন দেরি না করে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল পরীক্ষার্থীকে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে। অভিভাবকদের উদ্দেশেও রয়েছে সতর্কবাণী। বলা হয়েছে, কোনও পরীক্ষার্থীর অভিভাবক অভিভাবিকাদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 1 =