ফল প্রকাশ মাধ্যমিকের, ছেলেদের টেক্কা দিল মেয়েরা, প্রথম দশে নেই কলকাতার কেউই, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

পরীক্ষার প্রায় আড়াই মাসের মধ্যে ফল প্রকাশ হচ্ছে মাধ্যমিকের। শুক্রবার সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিক ২০২৩-এর আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি এও জানানো হয়, ১২টা থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। এ বছর প্রায় ৭ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষার্থীর হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করছে পর্ষদ। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে।সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ। এ বছর ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। ২ জনের রেজাল্ট আটকে রাখা হয়েছে টেকনিকাল কারণে। ২০ জনের পরীক্ষা বাতিল। আগেরবারের থেকে কমল। ০.৪৫ শতাংশ। ১৬টা জেলা থেকে প্রথম দশে ১১৮ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী প্রথম দশে এসেছে মালদা থেকে।প্রথম দশে কলকাতা থেকে কেউ নেই। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন। শেষ হয় ৪ মার্চ। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে মোট ২ হাজার ৮৬৭টি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ হয়। নজরদারিতে ছিলেন প্রায় ৪০ হাজার পরীক্ষক। আগামী বছর অর্থাৎ ২০২৪-এ মাধ্যমিক শুরু ২ ফেব্রুয়ারি।
মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মমতা লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’
জেলার মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা। ৯৬.৮১ শতাংশ পূর্ব মেদিনীপুর। কালিম্পং ৯৪.১৩ শতাংশ। কলকাতা ৯৩.৭৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুর ৯২.১৩ শতাংশ।
প্রথম দশে স্থান করে নিয়েছে মালদহ থেকে ২১, পূর্ব বর্ধমান ১৭, বাঁকুড়া ১৪, দক্ষিণ ২৪ পরগনা ১৩, পূর্ব মেদিনীপুর ১১, উত্তর ২৪ পরগনা ৯, পশ্চিম মেদিনীপুর ৯, পুরুলিয়া ৬, হুগলি ৫, হাওড়া ৪, কোচবিহার ৩ আর বীরভূম থেকে ২ জন। দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ও নদিয়া থেকে ১ জন করে আছে।
প্রথম হয়েছে দেবদত্তা মাজি। কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল, পূর্ব বর্ধমান। প্রাপ্ত নম্বর ৬৯৭। ৭০০-এর মধ্যে। ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে।
যুগ্ম দ্বিতীয়। দ্বিতীয় শুভম পাল। পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুল। ৬৯১/৭০০। ৯৮.৭১ শতাংশ নম্বর।
তালিকায় আছে রিফত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। তার প্রাপ্ত নম্বর ৭০০ তে ৬৯১।
অর্ক মণ্ডল তৃতীয়। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল। উত্তর ২৪ পরগনা। ৬৯০ প্রাপ্ত নম্বর। ৯৮.৫৭ শতাংশ।
সৌম্যদীপ মল্লিক। বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়। উত্তর ২৪ পরগনা ।
মহম্মদ সরবর ইমতিয়াজ। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।
মাহির হোসেন। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।
স্বরাজ পাল। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।
অর্ঘদীপ সাহা। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। মালদহ।
চতুর্থ স্থানাধিকারী ৪ জন। প্রাপ্ত নম্বর ৬৮৯। ৯৮.৪৩ শতাংশ।
সমাদৃতা সেন। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়।
অনিশ বাড়ুই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ ২৪ পরগনা।
তুহিন বেরা। পূর্ব মেদিনীপুর। রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুল।
অর্ক বন্দ্যোপাধ্যায়। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল।
পঞ্চম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৮।
অরিজিৎ মণ্ডল। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।
শুভজিৎ দে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।
সুপ্রভা আদক। সারদা বিদ্যামন্দির। পশ্চিম মেদিনীপুর।
অন্বেষা চক্রবর্তী। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল।
ইশান পাল। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।
রূপায়ন পাল। পূর্ব বর্ধমান। সিএমএস বর্ধমান ডে স্কুল।
অনুশ্রেয়া দাস। চঞ্চলরানি দ্রাক্ষায়ণী গার্লস হাইস্কুল।
শুভজিৎ দেব। মালদহ। এসি ইন্সটিটিউট।
ষষ্ঠ স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৮৭। ৯৮.১৪ শতাংশ।
এই তালিকায় রয়েছে বিদিশা কুণ্ডু। বনগাঁ কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়।
সুতীর্থ পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
অনীক বাড়ুই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
সৌম্যদীপ দাস। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।
সৌম্যদীপ নায়েক। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।
সুরদেন্দু মণ্ডল। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।
অপূর্ব সামন্ত। বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল। বাঁকুড়া।
প্রাণীল যশ। বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল।
সতীর্থ সাহা। দক্ষিণ দিনাজপুর। বালুরঘাট হাইস্কুল।
রায়ান আবেদীন। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।
ঋদ্ধিশ দাস। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির।

সপ্তম স্থানাধিকারির প্রাপ্ত নম্বর ৬৮৬। এই তালিকায় রয়েছে
সুচেতনা রায়। বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাইস্কুল।
অদ্রিজ গুপ্ত। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
অনুশ্মিতা সাঁতরা। বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়।
জিষ্ণু ঘোষ। মাহেশ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়। হুগলি।
শুভম হাজরা। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।
দেবশঙ্কর সাঁতরা। সারদা বিদ্যামন্দির। মেদিনীপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =