কোভিড নিয়ন্ত্রণে আসতেই করোনা-পরীক্ষায় ছাড়, জেনে নিন নতুন নির্দেশিকা

কলকাতা: ওমিক্রনের বাড় বাড়ন্তের পর ফের অনেকটাই নিয়ন্ত্রণে করোনা।আশার আলো জ্বালিয়ে বহুদিন পর করোনায় মৃত্যুহীন বঙ্গ। বুধবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী করোনা সংক্রমণ মঙ্গলবারের চেয়ে একটু বাড়লেও, গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। করোনার প্রকোপ কমতেই করোনা পরীক্ষা সংক্রান্ত বিধিতে ছাড় দিল স্বাস্থ্য দফতর। এক নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত ক্ষেত্রে এখন আর কোভিড পরীক্ষা বাধ্যতামূলক নয়।

কাদের করতে হবে কোভিড পরীক্ষা?

বলা হয়েছে, যাদের উপসর্গ রয়েছে।পাশাপাশি দাঁতের সমস্যার ক্ষেত্রে জ্বর থাকলে করতে হবে। হবে, কারণ দাঁতের সার্জারির জন্য চিকিৎসককে রোগীর খুব কাছাকাছি থাকতে হয়।

নতুন নির্দেশিকা জারি হওয়ার পর অবশ্য, উপসর্গ না থাকলে, হাসপাতালে ভর্তি হওয়ার সময় বা অস্ত্রোপচারের সময় কোভিড পরীক্ষা করাতে হবে না।

অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীকে পিপিই কিট পরানোর প্রয়োজন নেই। এন ৯৫ মাস্ক, ফেস শিল্ড, প্লাস্টিকের অ্যাপ্রন পরলেই চলবে।

সেই সঙ্গে আরও জানানো হয়েছে, যদি কোনও রোগী করোনা আক্রান্ত হন, কিন্তু হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়ে তাহলে তাঁর ওয়ার্ডে আলাদা ব্যবস্থা করতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eight =