৮০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরির সিদ্ধান্ত রাজ্যের

নিজস্ব প্রতিবেদন: মহিলাদের নিজের পায়ে দাঁড় করতে রাজ্য সরকার আরও ৮০ হাজারের বেশি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে ৮ লক্ষ পরিবার উপকৃত হবেন। নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরির জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে, চলতি আর্থিক বছরের মধ্যেই এই ৮০ হাজার ২৭০টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। জুন মাসের মধ্যে ৪০১৩টি গোষ্ঠী তৈরির কাজ শেষ হবে। জুলাই থেকে সেপ্টেম্বরের ৩৬ হাজার ১২১টি, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৩২হাজার ১০৯টি এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আরও ৮০২৭টি গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো জেলায় জেলায় টার্গেটও বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক ভিত্তিক টার্গেট পাঠানো হয়েছে। সমষ্টিগতভাবেও মহিলাদের আর্থিক উদ্যোগ তৈরিতে স্বনির্ভর গোষ্ঠীর বিকল্প নেই। তাই মুখ্যমন্ত্রী মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আরও বেশি করে গোষ্ঠী গঠনের উদ্যোগ নিয়েছেন। বাংলায় সাধারণ ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কোনও মহিলা যাতে স্বনির্ভর গোষ্ঠীর থেকে বাদ না থাকেন সেজন্য গ্রামে গ্রামে সমীক্ষাও করা হয়েছে। এখনও গোটা রাজ্যে প্রায় ৮ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আওতার বাইরে রয়েছেন। তাই তাঁদের প্রত্যেককে গোষ্ঠীর আওতায় আনার জন্য নতুন করে আরও ৮০হাজার গোষ্ঠী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + nine =