লাল সতর্কতার মধ্যেই তিস্তা নদীতে বাড়ছে জল, বাসিন্দাদের সতর্ক করলেন কাউন্সিলর

পুজো থেকেই লাগাতার বৃষ্টিতে ভিজেছে উত্তরবঙ্গ । অতিবৃষ্টির কারণেই গজল ডোবা থেকে বেশ কয়েক দফায় জল ছাড়া হয়েছে। এর জেরে বুধবার বিকেলে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় (দোমহনি থেকে বাংলাদেশ) লাল সতর্কতা জারি করলো সেচ দফতর। এরইমধ্যে তিস্তা পারের বাসিন্দাদের সতর্ক করতে রাতেই মাইক হাতে নদীপাড়ে ছুটলেন জলপাইগুড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরুপ মণ্ডল।

একইসঙ্গে স্বরুপ মণ্ডল পৌরসভার বিপর্যয় মোকাবিলা সেলের চেয়ারম্যান ইন কাউন্সিল। তার ওয়ার্ডে রয়েছে কুষ্ঠ আশ্রম। এই আশ্রম সংলগ্ন বেশ খানিকটা এলাকা তিস্তা নদীর পারে। সে কারণেই বেড়েছে উদ্বেগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী পারের বাসিন্দাদের সতর্ক করার কাজও শুরু হয়েছে গিয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টাতেও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর সে কারণেও নতুন করে বেড়েছে উদ্বেগ। তবে ১৪ তারিখ থেকে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =