অলিম্পিকে এআর রহমানের ‘তাল সে তাল মিলা’-র ছন্দে জলকেলি সুন্দরীদের

প্যারিস অলিম্পিকে এ বছর নানা ঘটনা ঘটেছে। মাঝে মাঝে যা নিয়ে শোরগোল হয়েছে। গেমস ভিলেজে অ্যাথলিটদের জন্য ‘অ্যান্টি সেক্স বেড’ নিয়ে শুরুর দিকে খুব চর্চা হয়েছিল। পরবর্তীতে প্যারিস অলিম্পিকে সোনা জয়ী ইতালিয়ান সাঁতারুকে পার্কে ঘুমোতেও দেখা গিয়েছে। তাঁর অভিযোগ গেমস ভিলেজে ঠিক করে থাকার মতো বন্দোবস্ত নয়। ভারতীয় অ্যাথলিটদের দিকে দেখলে সেখানে নজরে পড়বে সবার প্রথমে বিনেশ ফোগাটের বিতর্ক। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার জন্য তিনি মেয়েদের ৫০ কেজি কুস্তির অলিম্পিক ফাইনালে নামতে পারেননি। প্যারিস থেকে ৬টি পদক ভারতে নিয়ে আসছেন দেশের অ্যাথলিটরা। এরই মাঝে ভারতের গর্ব করার মতো এক বিষয় এ বার সামনে। অলিম্পিকে বেজে উঠেছিল ভারতীয় সঙ্গীত পরিচালক, গায়ক ও সঙ্গীত প্রযোজক এআর রহমানের এক গান।

সোশ্যাল মিডিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং এর এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্টিস্টিক সুইমিং টিমের মেয়েদের এক পারফরম্যান্স। আর সেই সময় ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছিল এআর রহমানের গান, ‘তাল সে তাল মিলা’-র সুর। যে কোনও ভারতীয়র জন্য এই বিষয় গর্ব করার মতো।

অবশ্য প্যারিস গেমসেই মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং প্রথম এআর রহমানের গান,’তাল সে তাল মিলা’-র সুরে পারফর্ম করল না। অতীতে তাঁরা দোহাতে হওয়া ওয়ার্ল্ড অ্যাকোয়াটিকসেও ‘তাল সে তাল মিলা’-র ছন্দে মেতেছিলেন। হতেই পারে সেটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং টিমের রিহার্সাল। আর প্যারিসে এসে তাঁরা দেখালেন ফাইনাল ম্যাজিক। তাঁদের অসাধারণ পারফরম্যান্স সকলের মন জয় করে নিয়েছে। প্যারিস অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েদের আর্টিস্টিক সুইমিং টিম রুপো পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 7 =