দুর্গাপুজো দেখুন ভিআইপি পাসে!

দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং। খাওয়া-দাওয়া।

কিন্তু সেই আনন্দ একটু বিরক্তিকর হয়ে যায় কলকাতার মণ্ডপে দীর্ঘ লাইন দিতে গিয়ে। আর সেই সময় যখন দেখা যায় ভিআইপি গেট দিয়ে সহজে ঢুকে প্যান্ডেল, ঠাকুর দর্শন করছেন কিছু মানুষ, তখন সকলেরই মনে হয় আহা, যদি ভিআইপি হওয়া যেত।

তবে এবার পুজোয় ভিআইপি হতে পারবেন আপনিও। প্রতি বছরের মতো এবারও ফোরাম ফর দুর্গোৎসব নিয়ে এল পুজো দেখার পাসপোর্ট। যা আদতে শহরের সেরা ৫২টি পুজোর ভিড়ে লাইনে না দাঁড়িয়ে ঠাকুর দেখার ছাড়পত্র। সহযোগিতায় দ্য টেলিগ্রাফ ও পেটিএম ইনসাইডার। এই প্রয়াসের ডিজিটাল সহযোগী সংবাদ প্রতিদিন ডিজিটাল। টালি থেকে টালা মায় বেহালা, গোটা শহরের পুজো বন্দি দু’মলাটে। থাকছে দমদম পার্ক ভারত চক্র, টালা প্রত্যয়, হাতিবাগান সর্বজনীন, চেতলা অগ্রণী, বকুলবাগান সর্বজনীন, গড়িহাট হিন্দুস্তান ক্লাব, বেহালা নূতন সংঘের মতো সেরা পুজোয় ঢোকার ভিআইপি পাস। তিন জনের প্রবেশাধিকার ৪৯৯ টাকাতেই।ফোরাম ফর দুর্গোৎসব-এর সম্পাদক শাশ্বত বোস জানান, করোনা কাল কাটিয়ে এবার শহরে মানুষের ঢল নামবে। শান্তিপূর্ণ ভাবে যাতে মায়ের দর্শন করতে পারেন, তার জন্য সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে ভিআইপি পাসের মূল্য। জনপ্রিয় বা বহু দর্শনার্থী সমাগম হয়, এরকম ৫২টি পুজোকে বেছে নেওয়া হয়েছে। এবার প্রশ্ন কীভাবে পাস কেনা যাবে? পেটিএম ইনসাইডার ওয়েবসাইট কিংবা অ্যাপ থেকে সরসারি বুক করতে পারেন পুজো দেখার পাসপোর্ট। ৪৯৯ টাকা অনলাইনে পেমেন্ট করলেই বুকিং হবে পাস। পুজো দেখার পাসপোর্ট সংগ্রহ করা যাবে রাজবিহারী ক্রসিংয়ের কাছে বাদামতলা আষাঢ় সংঘ ও উত্তর কলকাতার স্টার থিয়েটার থেকে। ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধে ৭টার মধ্যে পাসটি সংগ্রহ করতে হবে।

যাঁরা অনলাইনে বুক করতে পারবেন না, তাঁরা অফলাইনেও পাস কিনতে পারবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − four =