অস্ট্রেলিয়ার একাদশে ফিরলেন ওয়ার্নার

রোহিত শর্মার ভারত ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফি জেতার পর তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলছে। ইতিমধ্যেই দু’টো ওডিআই ম্য়াচ হয়ে গিয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম ওডিআই ম্যাচে দাপট দেখিয়ে জিতেছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচে হয় পুরো উল্টোটা। বিশাখাপত্তনমে ১০ উইকেটে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় অজিরা। লজ্জার হারের সাক্ষী হয় মেন ইন ব্লু। আজ সিরিজের শেষ ম্যাচে কোন দল জেতে সেদিকেই নজর থাকবে। টসে জিতে অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ শুষ্ক দেখাচ্ছে। এখানে বেশ গরমও। আমরা এই উইকেটে ভালো রান তোলার চেষ্টা করব। আশা করি সিরিজের শেষ ম্যাচে দারুণ মজা হবে। এই ধরণের ম্যাচে খেলতে আমরা পছন্দ করি। পিচ শুষ্ক বলে অ্যাস্টন অ্যাগারকে একাদশে ফেরানো হল। ক্যামরন গ্রিন অসুস্থ বোধ করায় তাঁর জায়গায় দলে এসেছে ডেভিড ওয়ার্নার।’টসে হারার পর ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘টসে জিতলে আমরা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতাম। আমি জানি এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ধরণের ম্যাচ সব সময় উত্তেজক হয়। এটাই আমাদের চ্যালেঞ্জ যে চাপের মুখেও ভালো ম্যাচ খেলার চেষ্টা করে যাওয়া। অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। তাঁদের বিরুদ্ধে নিজেদের দক্ষতা পরীক্ষা করে দেখার সুযোগ রয়েছে। আমরা অপরিবর্তিত একাদশ নিয়েই নামব। আমরা চার পেসার নিয়ে খেলার কথা ভাবছিলাম। কিন্তু পরিস্থিতি দেখে আমরা তিন স্পিনারে খেলছি।।’অস্ট্রেলিয়ার একাদশে আজ দুই পরিবর্তন হয়েছে। নাথান এলিসের জায়গায় একাদশে এসেছেন অ্যাস্টন অ্যাগার। পাশাপাশি ক্যামেরন গ্রিনের জায়গায় এসেছেন ডেভিড ওয়ার্নার। কনুইয়ের চোট পুরোপুরি ঠিক না হওয়ায় ওডিআই সিরিজের প্রথম দু’টি ম্য়াচে খেলেননি ওয়ার্নার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =