রাজ্যের অধিকাংশ পুরসভায় নির্বাচন হয়ে বোর্ড গঠনও হয়ে গিয়েছে।তবে ব্যতিক্রম হাওড়া পুরসভা। এখানে নির্বাচন হয়নি এখনও। তবে এবার হাওড়া পুরসভার নির্বাচন করাতে তৎপর রাজ্য সরকার। বুধবার এ ব্যপারে হাওড়া জেলা শাসকের অফিস থেকে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্ববিন্যাসের পর ৬৬টি ওয়ার্ডের খসড়া তালিকা প্রকাশ করা হয়।যেখানে দেখা যাচ্ছে, পুরসভার মোট ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৬। এই প্রসঙ্গে হাওড়া পুরসভার তরফ থেকে এও জানানো হয়েছে, মোট ৬৬টি ওয়ার্ডের মধ্যে দুটি আসন তপসিলি জাতির জন্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৯,৩২, ৩৫, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে।ওয়ার্ড বিন্যাস নিয়ে কোনও আপত্তি বা মতামত সেই আলোচনার রাস্তাও খোলা রেখেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে খবর, কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির যদি এই তালিকা সম্পর্কে কোনও মতামত বা আপত্তি থাকে তাহলে আগামী দু’সপ্তাহের মধ্যে তা জেলাশাসকের কাছে জানানো যাবে।এরপর তালিকা সংশোধন করে রাজ্য নির্বাচন কমিশন আগামী ১৭ই জানুয়ারি ওয়ার্ড বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। আর জেলা প্রশাসনের তরফে এই খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পরই অনেকেই আঁচ করছেন, খুব শীঘ্র পুরসভা নির্বাচনের পথে হাঁটতে পারে সরকার। এদিকে বালিও এই পুরসভা থেকে পৃথক হয়ে গিয়েছে। দেখা যাক কবে নির্বাচন ঘোষণা করা হয়। একইসঙ্গে এদিনের এই খসড়া তালিকা প্রকাশ দেখে অনেকেরই ধারনা, দীর্ঘ চার বছর পর নির্বাচনী প্রক্রিয়ার দিকে এবার উদ্যোগ নিতে দেখা যাচ্ছে পুরসভা ও জেলা প্রশাসনকে।
উল্লেখ্য ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত হাওড়া পুরসভার বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল। তারপর থেকে প্রশাসনিক বোর্ড ও প্রশাসক নিয়োগ করে পুরসভার যাবতীয় কাজকর্ম নিয়ন্ত্রিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলির দীর্ঘদিন ধরে হাওড়া পুরসভার নির্বাচন দাবি করে আসছে। নির্বাচন না হওয়ায় কাজের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে বলে পুরসভা সূত্রে খবর। পুরসভা এলাকার নিবাসী বাসিন্দারাও চান দ্রুত যেন পুর নির্বাচন হয়। এখন কবে ভোট হবে তার দিকেই তাকিয়ে হাওড়া শহরের বাসিন্দারা।