ফের ভারতীয় দলের কোচের হটসিটে ভিভিএস লক্ষ্মণ, জানালেন জয় শাহ

আয়ারল্যান্ডের পর এবার জিম্বাবোয়ে। ফের ভারতীয় দলের কোচের হটসিটে দেখা যাবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে থাকা ভিভিএস লক্ষ্মণকে।
১৮ আগস্ট থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারতীয় দল। এদিকে ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু এশিয়া কাপ। ফলে মাঝে সময়ের ব্যবধান খুব কম। তা মাথায় রেখে রাহুল দ্রাবিড়ের জায়গায় ‘অ্যাক্টিং হেড কোচ’ হিসেবে জিম্বাবোয়ে সফরে পাঠানো হচ্ছে লক্ষ্মণকে। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে কোচের দায়িত্বে ছিলেন লক্ষ্মণ।

শুক্রবার এক বিবৃতিতে বিসিসিআই সচিব জয় শাহ বলেছেন, “জিম্বাবোয়ে সফরের তিনটি ওডিআই ম্যাচের সিরিজে ভারতের কোচের দায়িত্বে থাকবেন ভি ভি এস লক্ষ্মণ।” হঠাৎ দ্রাবিড়ের জায়গায় লক্ষ্মণ কেন? তাও পরিষ্কার করে দিয়েছেন বোর্ড সচিব। জয় শাহ বলেছেন, “কোচের দায়িত্ব থেকে রাহুল দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হচ্ছে, তা নয়। ভারতের জিম্বাবোয়ে সফর শেষ হচ্ছে ২২ আগস্ট। দ্রাবিড়-সহ ভারতীয় দল এশিয়া কাপ খেলতে সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছবে ২৩ আগস্ট। ফলে দুই ইভেন্টের মধ্যে সময়ের ব্যবধান খুব কম। তা বিবেচনা করে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের দায়িত্বে থাকবেন লক্ষ্মণ।”

দীর্ঘ চোটধাক্কা সামলে জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে কেএল রাহুলের। দলের নেতৃত্বেও রয়েছেন তিনি। রাহুল ছাড়াও এই সাফরে যাচ্ছেন এশিয়া কাপে ভারতীয় দলে থাকা দীপক হুডা। জিম্বাবোয়ে সফর শেষ করে সরাসরি দুবাইয়ে ভারতীয় শিবিরে যোগ দেবেন এই দুই ভারতীয় তারকা, জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eight =