সাসারাম : বিহারের সাসারাম থেকে ভোটার অধিকার যাত্রার সূচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ১৭ আগস্ট, রবিবার থেকে শুরু হওয়া এই ভোটার অধিকার যাত্রায় আগামী ১৬-দিনে ২০টি জেলায় যাবেন রাহুল গান্ধী। প্রায় ১,৩০০ কিলোমিটার যাত্রা করার পর ১ সেপ্টেম্বর এই যাত্রার সমাপ্তি হবে পাটনায়।
রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী প্রসাদ যাদব-সহ ইন্ডি জোটের নেতারাও এই যাত্রায় অংশ নেবেন। এই পদযাত্রার সময়, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে অনিয়মগুলি তুলে ধরা হবে। মূলত, বিজেপি ও নির্বাচন কমিশনের বিরোধিতাতেই এই ভোটাধিকার যাত্রার সূচনা করেছেন রাহুল গান্ধী।
রবিবার ভোটার অধিকার যাত্রার সূচনায় রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, দলের নেতা তেজস্বী যাদব প্রমুখ।

