নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে কখনওই সুষ্ঠুভাবে ভোট হতে পারে না। নবজোয়ারে দু’ হাজার পুলিশ, আর গোটা রাজ্যে ২,২০০ বাহিনী দিয়ে ভোট অসম্ভব। বুধবার বর্ধমানের জেলা দপ্তরে এসে একথা বলেন বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘এখনও পর্যন্ত সাত জন মানুষের প্রাণ গিয়েছে। অবশ্য তাঁরা আদালতে যাবেন। রাজ্যে রাজীব সিনহা আর মমতা একটা নতুন জুটি হয়েছে।’ তিনি একে ‘রাম’ জুটি নামে অভিহিত করেন। তিনি আরও বলেন, ‘পয়সা দিয়ে পছন্দমতো পাঁচ রাজ্য থেকে পুলিশ আনছেন মমতার সরকার। অথচ কেন্দ্রীয় সরকারের খরচে বাহিনী নিতে এত আপত্তি কোথায়? আসলে কেন্দ্রীয় বাহিনী থাকলে ইচ্ছেমতো ভোট লুঠ করা যাবে না। উদয়ন গুহের মতো মন্ত্রীরা আসলে গুন্ডা। তাই অপভাষা প্রয়োগ করে মুখ্যমন্ত্রীর কাছের লোক হতে চাইছেন।’