প্রথমবার নিজের জন্য ভোট, আলাদা অনুভূতি: শর্মিলা

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: সোমবার সকাল সকাল ভোট দিলেন বর্ধমান পূর্বের লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চিকিৎসক শর্মিলা সরকার। এদিন ২৭০ নম্বর কাটোয়া বিধানসভার অগ্রদ্বীপের গাজিপুরের ১৯২ নম্বর বুথে গিয়ে নিজের ভোট দেন তিনি। তিনি দীর্ঘদিন কলকাতায় বসবাস করলেও তা¥র ভোটকেন্দ্র হল অগ্রদ্বীপ ইউনিয়ন ßুñল।
প্রথমদিকে এই সেন্টারে ইভিএমের যান্ত্রিক গোলযোগের জন্য অনেক দেরিতে ভোটগ্রহণ শুরু হয়। প্রায় ৩০ মিনিট বিলম্ব হওয়ায় প্রথমদিকে কয়েকজনকে ভোট দেওয়ার পর তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার ভোট দেন।
ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রথমবার সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নিজের জন্য ভোট দিয়েছেন তিনি। তাঁর কাছে এটা একটা আলাদা অনুভূতি। তবে এদিন কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, যেহেতু ওই এলাকাটি বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে তাই এই বিষয়ে তিনি ওই এলাকার বিষয়ে বিশেষ ভাবে কিছু জানেন না তাই বলতে পারবেন না। তবে বিরোধীরা এটা বুঝতে পেরেছে যে তৃণমূল ভালো ভাবে ভোট পাবে এবং বিপুল ভোটে জয়ী হবে তাই বিরোধীরা বিভিন্ন জায়গায় অশান্তি গণ্ডগোল পাকাচ্ছে। তবে প্রশাসন এই বিষয়ে নজর রেখেছে। তিনি জানান, তাঁর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে কোথাও কোনও অশান্তি গণ্ডগোলের খবর নেই। তবে ভোটে জেতার ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =