নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার সিমলাপাল থানার পাথরা গ্রামের বাসিন্দা সুকুমার সরেন বিগত প্রায় পাঁচ বছর ধরে জেলবন্দি। হঠাৎ করে খবর আসে তার বাবা লখাই সরেনের একটি দুর্ঘটনা ঘটেছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন, লখাইবাবুকে বাঁচাতে হলে প্রয়োজন রক্তের। কিন্তু ছেলে জেলবন্দি হওয়ায় আইন অনুযায়ী বাইরে বেরিয়ে রক্তের জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। তাই জেলবন্দি সুকুমারের বাবার রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন জেলেরই পুলিশকর্মীরা। এক অন্যরকম দৃষ্টান্তের সাক্ষী থাকল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংক। এদিন বাঁকুড়া কেন্দ্রীয় সংশোধনাগারের চারজন পুলিশকর্মী স্বেচ্ছায় এসে জেলবন্দি সুকুমারের বাবার জন্য রক্তদান করলেন।
বাঁকুড়া কেন্দ্রীয় সংশোধনাগারের কন্ট্রোলার ধ্রুবজ্যেতি চৌধুরী বলেন, ‘এটা তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সুকুমার তো আমাদেরই পরিবারের একজন। তাই তার প্রয়োজনে আমাদের এগিয়ে আসা দরকার।’ অভিজিৎ ঘোষ নামে এক রক্তদাতা বলেন, ‘যারা জেলে বন্দি থাকেন তাদের আমরা কয়েদি রূপে দেখি না, মানুষ রূপেই দেখি, তাই মানুষের প্রয়োজনে মানুষেরই এগিয়ে আসা প্রয়োজন।’ গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের দুপুরে এক অন্যরকম নজির সৃষ্টি করলেন পুলিশকর্মীরা।