ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন, দিনক্ষণ এখনও ঠিক হয়নি

নয়াদিল্লি : সাম্প্রতিক সময়ে আরও সুদৃঢ় হয়েছে দিল্লি ও মস্কোর সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি সত্ত্বেও, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার পরিমাণ বাড়িয়েছে ভারত। এই কারণে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনই আবহে ভারতে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্রের খবর, মস্কো সফরের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বলেছেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ভারত সফরের তারিখ নির্ধারণ করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাঁর কর্মসূচীতে কোনও নির্দিষ্ট তারিখ অথবা সময় উল্লেখ করেনি। আগস্টের শেষের সময় সম্পর্কে যে তথ্য দেওয়া হচ্ছে তা ভুল।

এর আগে জানা গিয়েছিল, চলতি আগস্ট মাসের শেষেই ভারত সফরে আসছেন পুতিন। কিন্তু পরে তা সংশোধন করা হয়। এ মাসে রুশ প্রেসিডেন্টের ভারত সফরের সম্ভাবনা নেই। সফরসূচি এখনও চূড়ান্ত না হলেও চলতি বছরের শেষের দিকে তাঁর ভারতে আসার সম্ভাবনা রয়েছে। তাঁর সফরকালে দু’দেশের মধ্যে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 3 =