বিশ্বভারতীতে বসন্ত উৎসবের নামে তাণ্ডব বন্ধ করেছি, বিস্ফোরক মন্তব্য উপাচার্যের

ফের বিস্ফোরক মন্তব্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। আর তার জেরেই যেন বিতর্ক যেন পিছু ছাড়ছে না তাঁর। বুধবার বিশ্বভারতীর উপাসনা থেকে উপাচার্য বলেন, ‘আমরা বিশ্বভারতীতে বসন্ত উৎসবের নামে তাণ্ডব বন্ধ করেছি।’পাশাপাশি তাঁর মুখে এও শোনা যায়, ‘বিশ্বভারতীতে অশিক্ষিত এবং অল্প শিক্ষিততে ভরে গিয়েছে।’

বাস্তবিক ক্ষেত্রে কোভিড আবহের জন্য বন্ধ ছিল বিশ্বভারতীতে বসন্ত উৎসব।বর্তমানে কোভিড সংক্রমণ কমেছে অনেকটাই। ফলে বিধিনিষেধ কিছুটা শিথিল হয়েছে। এরপরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তরফ থেকে আয়োজন করা হচ্ছে না বসন্ত উৎসবের। তার পরিবর্তে আয়োজন করা হয়েছে বসন্ত বন্দনার। আগামী ৩ মার্চ অর্থাৎ শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে। তবে সেখানে বহিরাগতদের প্রবেশ নিষেধ।শুধু উপস্থিত থাকতে পারবেন বিশ্বভারতীর কর্মী, অধ্যাপক ও পড়ুয়ারা।

এই প্রসঙ্গে বলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বুধবার বিশ্বভারতীর উপাসনা গৃহে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘২০১৯ সাল থেকে বিশ্বভারতীতে বসন্ত উৎসবের নামে আমরা তাণ্ডব দেখেছিলাম। সেই তাণ্ডবই আমরা বন্ধ করেছি। তার বদলেই করা হচ্ছে বসন্ত বন্দনা।’ পাশাপাশি বিশ্বভারতীর এই প্রথা পরিবর্তন নিয়েও নানা বক্তব্য দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই এই উৎসবের নামে তাণ্ডব চাননি।সেই কারণেই এই প্রথার পরিবর্তন করা হয়েছে।’ একইসঙ্গে তাঁর সংযোজন, ‘বিশ্বভারতীতে অশিক্ষিত ও অল্প শিক্ষিতের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যাঁরা বিশ্বভারতীর অনেক ক্ষতি করছে।’

এর আগেও নানা ঘটনার প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছে উপাচার্য বিদ্যুত চক্রবর্তী। আশ্রমিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে তাঁকে। এবার উপাচার্য কার্যত আক্ষেপের সুরে বলেন,’ শান্তিনিকেতনের রাবীন্দ্রিক, আশ্রমিক এবং প্রাক্তনীরা অশিক্ষিত ও অল্প শিক্ষিত।’শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বিদ্যুৎ চক্রবর্তীর কটাক্ষ, ‘বিশ্বভারতীকে কুলষিত করছেন এ সব ব্যক্তিরা।‘

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + nineteen =