যাত্রা শুরু ‘ভিস্তাডোম কোচ’-সহ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দীর

নিজস্ব প্রতিবেদন: উত্তরবঙ্গে সফরকালে এবার রেল যাত্রীদের জন্য বিশেষ সুখবর পূর্ব রেলের। সোমবার নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে যুক্ত হল নতুন চমক ‘ভিস্তাডোম কোচ’। যা ভারতীয় রেলের চমক বলা যেতে পারে। দার্জিলিং-সহ হিমালয়ে ঘুরতে যাওয়া যাত্রীরা এবার থেকে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপভোগ করে ট্রেন ভ্রমণ করতে পারবেন। পূর্ব পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়িত করল পূর্ব রেল। হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের শতাধী এক্সপ্রেসে সোমবার থেকে জুড়ল ভিস্টাডোম কোচ। এই কোচে রয়েছে অত্যাধুনিক ৩৬০ ডিগ্রির ঘূর্ণায়মান আসন, স্ব-চালিত স্লাইডিং দরজা, একটি গ্লাস ব্যাক এবং ওয়াইফাই এবং জিপিএস সংযোগের মতো উন্নত সুবিধা। সুতরাং এই ট্রেনের সফর আরামদায়ক হবে যাত্রীদের জন্য। কাচের জানলার পাশাপাশি ট্রেনের ছাদের অংশও কিছুটা কাঁচ থাকছে। ফলে  কামরাতে বসে বাংলার পাহাড় ও সবুজ বনানীর অনন্য প্রাকৃতিক দৃশ্য ট্রেনের কোচে বসেই উপভোগ করতে পারবেন যাত্রীরা।
পূর্ব রেল জানিয়েছে, আপাতত ১২০৪১/১২০৪২ হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাধী এক্সপ্রেসে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পরীক্ষামূলকভাবে এই ভিস্তাডোম কোচ চালান হচ্ছে। ওই ট্রেনে ১৪ কামরার বদলে ১৫টি কামরা থাকবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘আমাদের বাংলার মানুষ বেশিরভাগই দার্জিলিং যেতে চায়, আর সেখানে যাওয়ার জন্য একাধিক ভালো ট্রেনের মধ্যে এটি অন্যতম। আমরাও চাইছিলাম মানুষ যাত্রাপথের নান্দনিক সৌন্দর্য্য উপভোগ কবে যাতে ভ্রমণ করতে পারে। তাই এই ভাবনা। এই কোচের চারদিকটাই খোলা। ইতিমধ্যেই আমরা প্রচুর ফোনকল পাচ্ছি। মানুষ আগ্রহ নিচ্ছে এই কোচের বিষয়ে।’ আগামীদিনে আরও এই ধরণের কোচের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি। কৌশিক বাবু আরও বলেন, ‘এর ভাড়া সামান্য বেশি হলেও এতে বাড়তি ক্যাটারিং পরিষেবা থাকছে। আর ওই ফিল গুড ফ্যাক্টরের জন্য মানুষ বেশি অর্থ খরচ করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =