আগ্রা : অতি ঘন কুয়াশার কারণে তাজনগরী আগ্রায় শূন্যে নেমে গেল দৃশ্যমানতা। দৃশ্যমানতা তলানিতে পৌঁছে যাওয়ায় সকালের দিকে সমস্যার মধ্যে পড়েছেন গাড়ি চালকরা।
কিছুটা দূর থেকে স্পষ্টভাবে দেখাই যাচ্ছিল না তাজমহলকে। ঘন কুয়াশার পিছনে লুকিয়ে ছিল তাজমহল।
শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। দিল্লি থেকে পঞ্জাব, হরিয়ানা থেকে জয়পুর – সর্বত্রই ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে।