নিজস্ব প্রতিবেদন, কালনা: জন্ম থেকেই দু’ পায় কাজ করে না। যার কারণে চলাফেরা করতে সমস্যা। তাতেও কোনও ভাবে ভেঙে না পড়ে মনের জোড়ে এগিয়ে চলেছে কালনার মাধ্যমিক পরীক্ষার্থী বিষ্ণু বসাক। বাবার কোলে চেপে জীবনের বড় পরীক্ষা দিচ্ছে বিষ্ণু।
প্রবাদ আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে বাবার কোলে চড়ে এসে অবশেষে জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়া শুরু করেছে কালনার বিষ্ণু বসাক। কালনার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নুসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত হাটসিমলা এলাকার বাসিন্দা বিষ্ণু। নসরতপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। বাবার কোলে চেপে চাপাহাটি কেপিসি বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য প্রতিদিন নির্ধারিত সময়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় ওই ছাত্র।
ওই ছাত্রের বাবা বিমল বসাক জানিয়েছেন, ছোট থেকেই ছেলে দাঁড়াতে এবং হাঁটতে পারে না। ßুñলের শিক্ষকদের বিষয়টি বলার পরেই কোলে চেপে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ছেলের পরীক্ষা দিতে কোনও সমস্যা হচ্ছে না। সকলেই সহযোগিতা করছে তাকে।