প্রোটিয়েদের বিরুদ্ধে পাওয়া যাবে না বিরাটকে

সদ্য শেষ হয়েছে বিশ্বকাপ। এক রাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন চেজ মাস্টার কোহলি। তেইশের বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন। একের পর এক রেকর্ড গড়ে পৌঁছেছেন শীর্ষে । তবে পুরো টুর্নামেন্টটা সাজানো সিনেমার মতো হলেও, ক্লাইম্যাক্সটা যেন কেমন ঘেটে গিয়েছে। শেষে ভাগ্য সঙ্গে দেয়নি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ ঘরের মাঠে বিশ্বকাপ হাতছাড়া হয়েছে ভারতের। চোখের কোনায় জল নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিশ্বকাপ শেষে ফের টি-২০ সিরিজে ফের অজিদের মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। এরপর দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার কথা ভারতের। সেখানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। কিন্তু সেই সিরিজে বিরাটকে পাবে না ভারত। এক যুগ পর বিশ্বকাপের হাতছানি এসেছিল ভারতের কাছে। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করলেও তীরে এসে তরী ডুবেছে। এই ক্ষত মেটানো সহজ নয়। মানসিকভাব সেরে ওঠার প্রস্তুতি নিচ্ছেন কিং। ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ও ওডিআই জোড়া সিরিজ রয়েছে ভারতের। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, সেই সিরিজে খেলবেন না বিরাট, বিসিসিআইকে সে কথা জানিয়েছেন তিনি। বড় টুর্নামেন্টের আগে কেন ছুটি চাইলেন বিরাট? পরের বছরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। তবে কি ধীরে-ধীরে সাদা বলের ক্রিকেট থেরে নিজেকে সরিয়ে নিতে চাইছেন বিরাট? এই সব প্রশ্নই ঘোরাফেরা করছে বিভিন্ন মহলে। কান পাতলে শোনা যাচ্ছে আরও একটি গুঞ্জনও । বিরাটের স্ত্রী অনুষ্কা অন্তঃসত্ত্বা। নতুব বছরেই আসতে চলেছে সুখবর। তবে কি এই সময়টা স্ত্রীকে চোখের আড়াল করতে চান না বিরাট? তাই এমন সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিরাটের অনুপস্থিতি খুব স্বাভাবিকভাবেই চাপে ফেলবে ভারতকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − five =