ভারতে আর থাকবেন না বিরাট

ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে নিয়ে বড় আপডেট দিলেন তাঁর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা।

দুই সন্তানকে নিয়ে বিরাট ও অনুষ্কা লন্ডনেই চলে যাবেন বলে পরিকল্পনা করে ফেলেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পরই হয়তো পাকাপাকি ভাবে ভারত ছেড়ে লন্ডনে গিয়ে থাকবেন কোহলি।

রাজকুমার শর্মা অবশ্য তাঁর ছাত্রর নতুন ঠিকানা নিয়ে বিশদে কিছু বলতে চাননি। ইদানীং কালে কোহলি ও অনুষ্কা ছুটি কাটাতে লন্ডনেই চলে যান। তাঁদের পুত্র সন্তান অকায় জন্মগ্রহণ করে লন্ডনেই।

একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা বলেছেন, ‘’স্ত্রী-সন্তান-সহ লন্ডনে থাকার পরিকল্পনা করে ফেলেছে বিরাট। খুব শীঘ্রই ভারত ছেড়ে লন্ডনে পাড়ি জমাবে ও। সাম্প্রতিক কালে ক্রিকেট না থাকলে বিরাট পরিবার নিয়ে লন্ডনেই ছুটি কাটায়।’’

কোহলি এখন রয়েছেন অস্ট্রেলিয়ায়। ব্রিসবেন থেকে মেলবোর্নে নেমেই মহিলা অজি সাংবাদিকের সঙ্গে জড়িয়ে পড়েন তর্কবিতর্কে। সংশ্লিষ্ট অজি সাংবাদিককে তিনি বলেন, তাঁর সন্তানদের ছবি কেন তোলা হচ্ছে। পরে অবশ্য সেই সাংবাদিক জানান, তাঁর সন্তানদের ছবি তোলা হয়নি। তাতে শান্ত হন কোহলি। সেই মহিলা সাংবাদিকের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় বিরাট কোহলিকে।

কিন্তু বিরাট যে নিজের ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন, সেই প্রসঙ্গে ছেলেবেলার কোচ বলেন, ‘’কেরিয়ারের সেরা খেলাটা খেলছে বিরাট। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করে। আর দুটো টেস্টে আরও দুটো সেঞ্চুরি বিরাট করবে বলেই মনে হয়। ওর ফর্ম নিয়ে চিন্তার কোনও কারণ দেখছি না। কঠিন পরিস্থিতিতে কীভাবে পারফর্ম করতে হয় তা জানা বিরাটের।’’

মেলবোর্ন ও সিডনিতে বিরাট কোহলির দিকেই নজর থাকবে সবার। তাঁর চওড়া ব্যাট কথা বলুক, এমনটাই আশা ক্রিকেটপাগলদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =