সমর্থকদের বিরাট বার্তা কোহলির, ছবি দিয়ে আবেগি পোস্ট টুইটারে

আইপিএল কোয়ালিফায়ার টু-তে গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস ও এলিমিনেটর জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু রাজস্থানের কাছে ৭ উইকেটে হেরেই এবারের মতো আইপিএল অভিযান শেষ হয় আরসিবির।

দলের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মহারথী বিরাট কোহলি  টুইটারে ফ্যানদের বিরাট বার্তা দিলেন। টিমের ও নিজের একাধিক ছবি কোলাজ করে কোহলি লেখেন, “কখনও আমরা জিতি, কখনও জিততে পারি না। কিন্তু আপনারা টুয়েলভথ ম্যান আর্মি। সবসময় অসাধারণ। আমাদের এই অভিযানে শুরু থেকে সমর্থন করেছেন। ক্রিকেটকে আপনারাই স্পেশ্যাল করেছেন। শেখার কোনও শেষ নেই। ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ফ্র্যাঞ্চাইজির সকল সদস্যকে অনেক ধন্য়বাদ। পরের মরশুমে দেখা হবে।”

কোহলি কোয়ালিফায়ার টু-তে মাত্র ৭ রান করেই আউট হয়ে যান। যার জন্য় ফের একবার সমালোচিত হন তিনি। গত ১৫ বছরের আইপিএল  কেরিয়ারে এবার সবচেয়ে খারাপ সময় কাটালেন কোহলি। ১৬ ম্যাচে করেছেন মাত্র ৩৪১ রান। সঙ্গে রয়েছে মাত্র দুটি অর্ধ শতরান। গড় ২২.৭৩। স্ট্রাইক রেট ১১৫.৯৯। ২০১২ সালের পর এ বারই সবচেয়ে খারাপ পারফর্ম করেছেন ‘কিং কোহলি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 9 =