বিতর্ক, ব্যর্থতা ভুলে নেটে ব্যাটিং সাধনায় মগ্ন ‘কিং কোহলি’

দেখতে দেখতে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর কাটিয়ে দিলেন বিরাট কোহলি। সোমবার ছিল বিরাটের টেস্ট ক্রিকেটে ১১ বছর পূর্তির দিন। সেটা নিয়ে টুইটারে আবেগঘন বার্তাও দেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। লিখলেন, ‘টাইম ফাইলস। সময় কী ভাবে বয়ে যায়।’ গত তিন বছর তিন অঙ্কের রান পাচ্ছেন না। তবুও এমন বিশেষ দিনে ব্যাটিং সাধনায় নিজেকে ডুবিয়ে রাখলেন তিনি।

আগামী ২৪ জুন থেকে লেসিস্টাশায়ারের বিরুদ্ধে অনুশিলন ম্যাচ খেলবে ভারতীয় দল। রোহিত শর্মা-কোহলিরা সেই লেস্টারে রবিবার পা রাখার পর একজোট হয়ে শুরু হয়ে গেল অনুশীলন।

শোনা যাচ্ছে এক নয়, দু’বার নেটে ঢুকে ব্যাটিং অস্ত্রে শান দিলেন বিরাট। অনেকটা সময় নেটে ব্যাট করার পর সোজা চলে গেলেন ক্যাচিং প্র্যাকটিস করতে। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্টে শতরান করেছিলেন। এমনকি পঞ্চদশ আইপিএলেও তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি। তাই রান পেতে মরিয়া হয়ে আছেন তিনি।

শেষ শতরান এসেছিল ইডেন গার্ডেন্সে। বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বল টেস্টে। এরপর থেকে তাঁর ব্যাটে বড় রান নেই। আগামী ১ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে একমাত্র টেস্ট। যে টেস্টের বিশেষ তাৎপর্যও রয়েছে ভারতীয় টিমের কাছে। সেই টেস্ট জিতলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করবে ভারত। গত বছর ইংল্যান্ড সফরে গিয়ে ২-১ এগিয়ে থাকা অবস্থায় টেস্ট সিরিজ অর্ধসমাপ্ত রেখে ফিরে আসে ভারত। করোনার কারণে শেষ টেস্ট তখন হয়নি। সেটাই এ বার আয়োজিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =