টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

দেশের জার্সিতে শেষ টি-২০ ম্যাচ খেলে ফেললাম, বিশ্বকাপ জয়ের পরই ঘোষণা করে দিলেন বিরাট কোহলি। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে নিজেই এই ঘোষণা করলেন। টি-২০ বিশ্বকাপ জিতে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন কোহলি। জানালেন, বিশ্বকাপ ফাইনালই ভারতের জার্সিতে তাঁর শেষ টি-২০ ম্যাচ হয়ে থাকবে। পরের প্রজন্মের জন্য জায়গা ছেড়ে দিতে চান। কোহলি বলেন, ‘এটাই আমার শেষ টি-২০ বিশ্বকাপ ছিল। বিশ্বকাপ জিততে চেয়েছিলাম, সেটা পেরেছি। মাঝে মাঝে মনে হয় যে আমি রান পাচ্ছি না। তারপরই আবার বড় রান হয়ে যায়। যেদিন সবচেয়ে বেশি দরকার ছিল, সেদিন আমি দলের জন্য অবদান রাখতে পেরেছি। আমি স্থির করে নিয়েছিলাম, হলে এখনই, নয়তো আর নয়।’

বিরাটের কথা শুনে প্রথমে মনে হয়েছিল হয়তো দু’বছর পর আর টি-২০ বিশ্বকাপে খেলবেন না, কিন্তু বর্তমানে দেশের জার্সিতে সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবেন। কিন্তু পরক্ষণেই ইঙ্গিত স্পষ্ট করে দেন কোহলি। বলেন, ‘ভারতের জার্সিতে এটাই আমার শেষ টি-২০ ম্যাচ ছিল। তাই নিজের সেরাটা দিতে চেয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা।‌ জোর করে পরিস্থিতি তৈরি করার থেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার এটাই সেরা সময়। দলে ভাল ক্রিকেটাররা রয়েছে। ওরাই দলকে এগিয়ে নিয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three − two =