অ্যাডিলেড : আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাডিলেড ওভালে শুরু হওয়া দিবা-রাত্রির টেস্টে যখন ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তখন বিরাট কোহলির রেকর্ড নজর রাখবে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সর্বকালের রেকর্ডের দিকে। ১৯৩০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ইংল্যান্ডে ১৯টি ম্যাচে ১১টি সেঞ্চুরি সহ একটি সফরকারী দেশে একজন ব্যাটার দ্বারা সবচেয়ে বেশি আন্তর্জাতিক শতরানের রেকর্ড ব্র্যাডম্যানের দখলে।
২০১১ সালে খেলা শুরু করার পর অস্ট্রেলিয়ার মাটিতে ৪৩টি ম্যাচে কোহলির বর্তমানে ১০টি সেঞ্চুরি রয়েছে। জ্যাক হবস (অস্ট্রেলিয়াতে ৯ সেঞ্চুরি), শচীন টেন্ডুলকার (শ্রীলঙ্কায় ৯ সেঞ্চুরি), স্যার ভিভিয়ান রিচার্ডস (ইংল্যান্ডে ৮ সেঞ্চুরি) এবং সুনীল গাভাস্কার। (ওয়েস্ট ইন্ডিজে ৭ সেঞ্চুরি)–ও রয়েছে তালিকায়।
অস্ট্রেলিয়ায় ৪৩টি ম্যাচে কোহলি ২০১৪ সালের ডিসেম্বরে আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৫৪.২০ গড়ে ১৬৯ এর সর্বোচ্চ স্কোর সহ ২৭১০ রান করেছেন।