আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৮ ধাপ নেমে গেলেন বিরাট কোহলি

কলকাতা : ভারতের সিনিয়র ব্যাটার বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাজে পারফরমেন্সের জন্য আইসিসি র‌্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে পড়লেন। বুধবার সদ্য ঘোষিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে, টেস্ট ব্যাটার হিসেবে কোহলি ৮ র‌্যাঙ্কিংয়ে নেমে গেছেন।

কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচের ছটি ইনিংসে করেছেন মাত্র ৯৩ রান এবং এখন টেস্ট ফরম্যাটে আইসিসি পুরুষ ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি এখন ২২তম স্থানে রয়েছেন।

টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের তালিকায় প্রথমে আছেন জো রুট। রুটের পিছনে রয়েছেন কেন উইলিয়ামসন, হ্যারি ব্রুক, যশস্বী জয়সওয়াল এবং স্টিভ স্মিথ, যারা শীর্ষ ৫ স্থান দখল করেছেন। ঋষভ পন্থ তালিকার ৬ স্থানে রয়েছেন।

আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ এ ভারতীয়দের মধ্যে আছেন পন্থ এবং জয়সোয়ালই। এছাড়া ১৬তম স্থানে আছেন শুভমান গিল। আর বিরাট কোহলির মতো নিউজিল্যান্ড সিরিজে বাজে পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ২৬ তম স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + four =