বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই সফর নিশ্চিত করা হয়েছে। সেখানে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, অগস্টে এই সিরিজ। খেলাগুলি হবে চট্টগ্রাম, মিরপুরে ও ঢাকায়। অগস্টে এই সফর। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির নিরিখে এই সফর খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এরপর অগস্টে বাংলাদেশ সফর। এশিয়া কাপের প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগতে পারে এই সফর। এর আগে বাংলাদেশ সফরে গেলেও প্রথম বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে ভারত। এর আগে সেদেশে টেস্ট ও ওয়ান ডে খেলেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল। ২০১৪ সালের পর সাদা-বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যায়নি ভারত!
আগামী বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপও রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এশিয়া কাপও হবে এই ফরম্যাটেই। সাদা বলে মোট ছ’টি ম্যাচ। ১৩ অগস্ট বাংলাদেশে পৌঁছনোর কথা ভারতের। ১৭ অগস্ট ওয়ান ডে সিরিজ শুরু। যদিও অগস্টে সিরিজ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু। এই সময় বর্ষার মরসুম। আদৌ সিরিজ পুরো করা যাবে তো!