ঢাকা : ব্যাপক বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি বাংলাদেশ ব্যাঙ্কে। বিক্ষোভের মুখে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে পালিয়েছেন ডেপুটি গভর্নর ও উপদেষ্টারা । ব্যাঙ্ক সেক্টরে লুট, দখল, অনৈতিক সুবিধা প্রদান ও নানা অনিয়মের সহযোগিতা করার দায়ে বিক্ষোভের মুখে তারা বাংলাদেশ ব্যাঙ্ক ছাড়েন।
বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঘটনার সময় গভর্নর আব্দুর রউফ তালুকদার কার্যালয়ে ছিলেন না।
বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর বিল্ডিংয়ের চতুর্থ তলায় আধিকারিকরা ‘ভুয়ো ভুয়ো’ বলে স্লোগান দিয়ে অবস্থান বিক্ষোভ করেন। এই সময় কার্যালয় থেকে বের হয়ে যান দুই ডেপুটি গভর্নর খোরশেদ আলম, ড. হাবিবুর রহমান ও অন্যান্যরা। বিক্ষোভকারীরা ৩০ তলা ভবনের নিচে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।