পানীয় জলের দাবিতে সিএইচপি প্রজেক্টের কাজ বন্ধ গ্রামবাসীদের

নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: একে তীব্র গরম তার ওপর জল সংকট। কয়েক বছর ধরেই তীব্র জল সংকটে ভুগছেন পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের গ্রামের এই জল সংকটের জন্য প্রধানত দায়ী ইসিএল কর্তৃপক্ষ। ইসিএলের খোলামুখ খনির কারণেই জল সংকট গ্রামে। পানীয় জলের দাবিতে মঙ্গলবার বগুলা গ্রামের বাসিন্দারা বগুলা কোলিয়ারির সিএইচপি সাইডিংয়ে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বন্ধ করে দেন কোলিয়ারির সিএইচপি প্রজেক্টের কাজ। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আন্দোলন বন্ধ করতে ঘটনাস্থলে ইসিএলের তরফে প্রচুর সিআইএসএফ বাহিনী নামানো হয়।
বগুলা গ্রামের বাসিন্দা অমিত মণ্ডলের দাবি, দীর্ঘদিন ধরে কোলিয়ারির জিএমকে এই বিষয়ে জানানো হয়েছে। কিন্তু তিনি কোনও কথায় কর্ণপাত করেননি। গ্রামবাসীরা ইসিএলের তরফে প্রস্তাব রেখেছিলেন এলাকায় দু’টি বোরহোল করে জলের সমস্যার সমাধান করতে, কোলিয়ারির জিএম গ্রামবাসীদের সেই প্রস্তাবের সম্মতি দিয়েছিলেন কিন্তু আজও কোনও কাজের কাজ হয়নি বলে অভিযোগ করেন অমিতবাবু। আর সেই কারণেই এদিন প্রজেক্ট বন্ধের পথে নেমেছেন বলে দাবি গ্রামবাসীদের। তাঁদের দাবি, যতক্ষণ পর্যন্ত না গ্রামের পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে, তাঁদের আন্দোলন চলবে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল নেতা বীরবাহাদুর সিং। পিরু কোলিয়ারির সঙ্গে কথা বলেন পাশাপাশি গ্রামবাসীদের আশ্বস্ত করেন জলের সমস্যার সমাধান শীঘ্রই হবে বলে। স্থানীয় নেতার আশ্বাসে আপাতত বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 7 =