নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকে ভুঁইফর গ্রামে দীর্ঘদিন ধরে শিশুদের পুষ্টিকর খাবার না দেওয়া অর্থাৎ নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ উঠছিল। বিভিন্ন দপ্তরে একাধিকবার অভিযোগ জানালেও কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। অবশেষে এর প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার ক্ষুব্ধ বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাঁকে তালাবন্ধও করে রাখেন বলে অভিযোগ। এই গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় পুরো এলাকাজুড়ে। অভিভাবকদের অভিযোগ, চোখ বন্ধ করে ভরসা করে তাঁদের শিশুকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠানো হয়, পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ার জন্য। কিন্তু সেই শিশুদের খাওয়ারেই বেনিয়ম। অবশেষে বাধ্য হয়ে তাঁরা এই পথ বেছে নেন বলেও দাবি তাঁদের। পরে ঘটনাস্থলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে নিম্নমানের খাবার দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী।