নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বেলেখালি গ্রামে অবৈধ বালিবোঝাই বেশ কয়েকটি ট্রাক্টর আটকে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দ্বারকেশ্বর নদীর বুক থেকে একশ্রেণির অসাধু বালি মাফিয়ারা দিনের পর দিন বালি চুরি করে বিক্রি করছিল। প্রতিদিন রাত হলেই তাদের এই দৌরাত্ম্য বাড়ে, বেশ কয়েকদিন আগেই বাঁকুড়া জেলাজুড়ে বালি খাদান বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তারপরেও এই বালি মাফিয়াদের দৌরাত্ম্য বন্ধ হয়নি বলে দাবি তাঁদের।
গ্রামবাসীদের দাবি, মঙ্গলবার গ্রামবাসীরা একজোট হয়ে চারটি অবৈধ বালিবোঝাই ট্রাক্টর আটক করেন। এর মধ্যে দু’টি ট্রাক্টরের চালক বালি আনলোড করে পালাতে সক্ষম হলেও, বাকি দু’টি ট্রাক্টরকে গ্রামের মাঝে আটকে রাখা হয়। এরপর খবর দেওয়া হয় জয়পুর থানার পুলিশকে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, এরপরেই গাড়ি দু’টিকে আটক করা হয়েছে। তবে প্রশ্ন উঠছে, ভূমি দপ্তরের আধিকারিক এবং পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও দিনের পর দিন কী ভাবে দ্বারকেশ্বরের বুক থেকে অবৈধভাবে বালি উত্তোলন চলছে?