বোলপুর : কোপাই থেকে বালি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ালেন গ্রামবাসীরা। হল রাস্তা অবরোধও। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বোলপুর-কোপাই রাস্তায় মহিষঢালের কাছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মহিষঢাল সংলগ্ন কোপাই নদীর পাড় থেকে বাড়ির কাজের জন্য বস্তায় করে বালি নিয়ে যাচ্ছিলেন ওই এলাকার দুই যুবক। সেই সময়ে বালি চুরির অপরাধে পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায় বলে অভিযোগ।
এর পরেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পুলিশের নাকের ডগায় প্রতি দিন বালি পাচার হয়ে চলেছে সে দিকে পুলিশের হুঁশ নেই, অথচ সামান্য দু’-এক বস্তা বালির জন্য তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। কেন তাঁদের এ ভাবে ধরে নিয়ে যাওয়া হল, তার প্রতিবাদে কোপাই- আমোদপুর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা।

