খারাপ রাস্তার জন্য বিয়ে হচ্ছে না গ্রামের ছেলেমেয়েদের!

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: রাস্তা খারাপের কারণে নাকি বিয়ে হচ্ছে না গ্রামের ছেলে মেয়েদের! এমনই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর পঞ্চায়েতের পূর্ণ গ্রাম সাঁতরাপাড়া এলাকায়। শুধু তাই নয়, আরও দাবি, রাস্তা খারাপের কারণে কোনও অ্যাম্বুল্যান্সও ঢুকতে চায় না গ্রামে। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বহুবার গ্রামের বাসিন্দারা পঞ্চায়েত প্রধানকে জানিও হয়নি কোনও লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।
পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সাতরাপাড়া এলাকায় ৫০ থেকে ৬০টি পরিবারের প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস। তাঁদের অভিযোগ, দীর্ঘ ১০ বছর ধরে এই এলাকার বেহাল রাস্তার কোনও সংস্কার হয়নি। সিপিএমের আমলে রাস্তার ওপরে মোরাম পড়লেও, তৃণমূলের আমলে মিলেছে শুধু আশ্বাস। ভোটের আগে পাথর বালি পড়লেও ভোটের পরে তা উধাও হয়ে যায়। বেহাল রাস্তার কারণে এলাকার ছেলেমেয়েদের বিয়ে হচ্ছে না বলে জানিয়েছেন পূর্ণগ্রাম সাঁতরা পাড়ার বাসিন্দারা। সাঁতরা পাড়া এলাকার বাসিন্দা চন্দনা সাঁতরা বলেন, গ্রামের ছেলে মেয়েদের সম্বন্ধ আসে। দেখাশোনার পরে বেহাল রাস্তা দেখে পাত্রপাত্রীর পরিবার অমত প্রকাশ করে। এখানেই শেষ নয়, এলাকায় আছে একটি আইসিডিএস সেন্টার, তার অবস্থা বেহাল। বর্ষার জল রাস্তায় জমে থাকায় প্যাঁচপ্যাঁচে কাদায় আইসিডিএসে আসতে চাননা শিক্ষিকারাও। পানীয় জলের সমস্যা আছে। গ্রামে আছে বিদ্যুৎ সংযোগ, রাস্তার পোস্টে নেই একটিও পথবাতি। সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে গোটা এলাকায়। সবমিলিয়ে যেন কারাগারে বসবাস গ্রামবাসীদের।
যদিও রাস্তার কারণে বিয়ে হচ্ছে না একথা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান থেকে সমিতির সভাপতি। তাঁরা দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + sixteen =