৩০ কোটির জালিয়াতিতে বিক্রম ভাটের ১৪ দিনের সস্ত্রীক জেল হেফাজত

জয়পুর : আর্থিক জালিয়াতি মামলায় পরিচালক বিক্রম ভাটের জেল হেফাজত। কাঠগড়ায় বলিউড পরিচালক। বুধবার তাঁকে সস্ত্রীক চোদ্দো দিনের জেল হেফাজতে পাঠাল রাজস্থানের একটি আদালত।

ছবি বানানোর নামে চিকিৎসকের থেকে ৩০ কোটি টাকা নিয়েছিলেন পরিচালক বিক্রম ভাট। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শ্বেতাম্বরীও। এই মামলায় জামিন খারিজ করল আদালত। চলতি মাসে রাজস্থানের উদয়পুর থেকে গ্রেফতার হয়েছিলেন সস্ত্রীক পরিচালক বিক্রম ভাট। এরপর তাঁরা অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু তা শেষ অবধি মঞ্জুর হল না। তাঁদের উদয়পুরের সেন্ট্রাল জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিনের জেল হেফাজতে তাঁদের রাখার নির্দেশ দিয়েছে আদালত। ৭ ডিসেম্বর মুম্বইয়ের ইয়ারি রোডে শ্যালিকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে গ্রেফতারির আগে দাবি করেছিলেন পরিচালক।

প্রসঙ্গত, মুম্বইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ অজয় মুরদিয়ার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেন। গত বছরের ২৫ এপ্রিল মুম্বইয়ের বৃন্দাবন স্টুডিওতে দেখা হয় পরিচালক বিক্রম ভাট-সহ তাঁর গোটা টিমের সঙ্গে| বৈঠকও করেন চিকিৎসক। ওই বৈঠকে ছিলেন পরিচালকের স্ত্রী শ্বেতাম্বরী ভাট। তাঁর দাবি, ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। একটি পয়সাও ফেরত পাননি চিকিৎসক। তারপরই তিনি আইনের দ্বারস্থ হন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + nineteen =