ফের একসঙ্গে রাশ্মিকা (Rashmika Mandana) ও বিজয় (Vijay Devarkonda)। শোনা যাচ্ছে, রাহুল সনকৃতিয়ানের ছবিতে একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণের রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। শেষ তাঁরা কাজ করেছিলেন ডিয়ার কমরেড সিনেমা, তার আগে ২০১৮ সালে ‘গীত গোবিন্দম’-এ।
দু’জনের কেমিস্ট্রি রিয়েল লাইফ আছে কিনা তা নিয়ে চর্চা থাকলেও, রিল লাইফে এই জুটি সেরা তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে, ছবির প্লট নিয়ে কোনও তথ্য খোলসা করেননি ছবির নির্মাতারা। তবে, মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, ১৮০০ দশক অর্থাৎ ব্রিটিশ শাসনকে দেখানো হতে পারে। তবে, ছবিতে অ্যাকশন ভরপুর থাকবে বলে ছবির নির্মাতা জানিয়েছেন।
উল্লেখ্য, রাহুলের সঙ্গে বিজয়ের এটি প্রথম কাজ নয়, দু’জনে একসঙ্গে ২০১৮ সালে ‘ট্যাক্সিওয়ালা’ ছবিতে কাজ করেছেন। ছবির সিনেমাটোগ্রাফি করবেন এরিক গউতিয়র। এছাড়া, ছবিতে মিউজিক দেবেন অতুল-অজয়। রাশ্মিকা ও বিজয় ছাড়াও ছবিতে হলিউড স্টার আরনল্ড ভসনো কাজ করবেন। ছবির কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে বলে ছবির নির্মাতারা জানিয়েছেন।

