উত্তরবঙ্গে কার্তিকের রুদ্র রূপ দেখে হতভম্ব দর্শক

উত্তরবঙ্গ দাঁপিয়ে বেড়াচ্ছেন কার্তিক আরিয়ান। কখনও চা বাগানে, কখনও গ্যাংটকের রাস্তায়। অনুরাগ বসুর ‘আশিকি ২’ ছবির শুটিং চলছে উত্তরবঙ্গে। অন্যদিনের মতো শুটিং চলছিল জোরকদমেই। তাল কাটলো কার্তিকের রুদ্র রূপ দেখে। ঠিক কী ঘটেছে এদিন শুটিং চলাকালীন ?

স্টেজে দিব্যি গান গাইছিলেন গিটার হাতে। গানের তালে দর্শকদের সঙ্গে গলা মেলাতে দেখা যায় পরিচালক অনুরাগ বসুকেও। কিন্তু  গান গাইতে গাইতে হঠাৎই কার্তিক মাটিতে আছড়ে ভেঙে ফেলেন গিটারটি। প্রিয় তারকার এমন রুদ্র রূপ দেখে কিছুটা হতকচিত হয়ে পড়েছিলেন উপস্থিত অনুরাগীরা। মঞ্চে তখন নায়িকা শ্রীলিল্লাও ছিলেন। এক অনুরাগীকে একেবারে লাথি মেরে  মঞ্চ থেকে নামিয়ে দেন কার্তিক। হাসিখুশি মিশুকে স্বভাবের কার্তিকের এহেন রূপ দেখে অনুরাগীরা কিছুটা ভয়ই পেয়ে যান। কিছু বুঝে ওঠার আগেই মঞ্চ থেকে লাফিয়ে নেমে বেরিয়ে যান কার্তিক। এমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।

তবে সময় গড়াতেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। চিত্রনাট্যের প্রয়োজনেই হাজার হাজার দর্শকের সামনে এমনভাবে মেজাজ হারিয়ে ফেলেন কার্তিক। আসলে পুরোটাই অভিনয়। অভিনেতার অভিনয় দক্ষতার কারণেই অচমকাই ভয় পেয়ে যান দর্শককূল। তবে মুহূর্তেই পুরো বিষয়টি সকলের সামনে স্পষ্ট হয়ে যায়। অনুরাগ বসুর এই ছবিতে ‘রকস্টারের’ ভূমিকায় দেখতে পাওয়া যাবে কার্তিককে।

নিজের রোমান্টিক থ্রিলার এই ছবিটিতে বেশ কিছু অভিনবত্ব নিয়ে আসতে চলেছেন অনুরাগ। ছবিটির প্রথম অডিও ‘তু মেরি জিন্দেগি হ্যায়’ ইতিমধ্যেই বাজারে উৎসাহী দর্শকদের মন ছুঁয়েছে। ছবিটি নিয়ে মানুষের মনে যে উৎসাহ দেখা দিয়েছে তা বাস্তবে সিনেমাপ্রেমী মানুষের মন কতটা ছুঁতে পারে তা শুধু সময়ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − three =