নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: তৃণমূল নেতা মঞ্চে উঠে তরুণীর হাত ধরে উদ্দাম নাচে মত্ত! বাঁকুড়ার ইন্দাসের এমন ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘একদিন’ পত্রিকা। বিজেপি এই ঘটনার কড়া নিন্দা করেছে। তৃণমূলের দাবি, কেউ নাচ গান করলে সেটা তাঁর একান্ত ব্যাক্তিগত ব্যাপার।
ইন্দাস ব্লকের মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের জুতবিহার বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মনোরঞ্জন নন্দীর একটি নাচের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। নাচের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তৃণমূলের ওই বুথ সভাপতি মঞ্চে এক তরুণীর হাত ধরে উদ্দাম নাচে মত্ত। জানা গিয়েছে, ইন্দাসের পঞ্চবটি সেবাশ্রম মেলার একটি সাংßৃñতিক অনুষ্ঠানে এই চটুল নাচের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের তরফে।
অভিযোগ, সেখানেই নেশাগ্রস্থ অবস্থায় হঠাৎই মঞ্চে উঠে ওই তরুণীর হাত ধরে নাচ করতে শুরু করেন মনোরঞ্জন নন্দী। মুহূর্তের মধ্যে তাঁর সেই নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এই ঘটনা নিয়ে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃনমূল গোটা ঘটনাটিকে ব্যাক্তিগত বিষয় বলে এড়িয়ে গিয়েছে।