নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিরোধী শূন্য কোতুলপুরে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে বিজয় মিছিল করল তৃণমূল।
এবার বিরোধী শূন্য কোতুলপুরে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে বিজয় মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কোতুলপুর ব্লকে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তবে কোতুলপুর ব্লকের তিনটি জেলা পরিষদে লড়াই হয়েছে, সেখানেও শেষ হাসি হেসেছে শাসকদল।
এই জয়ের আনন্দে কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার কোতুলপুরে বিজয় মিছিল অনুষ্ঠিত হল। যেখানে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। শান্তির বার্তা দিতে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে তাঁরা বিজয় মিছিল করেন এবং পথচলতি মানুষকে সবুজ লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করান। দলীয় কর্মী সমর্থকরা একে অপরের গালে সবুজ আবির লাগিয়ে বিজয় উৎসবের আনন্দ উপভোগ করেন।
কোতুলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে শান্তির বাণী ছড়িয়ে দিতে রবীন্দ্র সঙ্গীত বাজিয়ে বিজয় মিছিল করলাম এবং পথচলতি মানুষকে মিষ্টি মুখ করালাম।’