কলকাতা : আর জি কর-কাণ্ডে আরও তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করল নির্যাতিতার পরিবার। বৃহস্পতিবার নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন। আগামী মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। হাই কোর্ট–এ এই মামলা করার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট।
মেয়ের প্রতি হওয়া চরম অন্যায় নিয়ে সিবিআই-এর তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ার মা-বাবা। তাই অন্য কোনও নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানো, মূল অপরাধী সঞ্জয় ছাড়া আরও বেশ কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা-সহ একাধিক দাবি করে কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মামলা দায়ের করে অভয়ার পরিবার।
আর জি কর মামলায় আরও তদন্ত চেয়ে নির্যাতিতার পরিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেও মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় ওই সময়ে পরিবারের আর্জি শুনতে চায়নি হাই কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দেয়, পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাই কোর্ট। হাই কোর্টে ওই আর্জি শুনতে কোনও বাধা নেই বলে জানান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না।