তৃণমূল ছাড়লেন প্রবীণ নেতা পবন বর্মা

একের পর এক দুর্নীতির অভিযোগে বেশ অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নাম জড়াচ্ছে একের পর এক তাবড় নেতার। এমন এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে সর্বভারতীয় রাজনীতিতে আরও এক বড় ধাক্কা তৃণমূলের। কিন্তু এবার মমতার দলের সঙ্গ ছাড়তে চাইলেন পবন বর্মা। গত বছরই নভেম্বর মাসে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন এই জেডিইউ নেতা। কিন্তু নয় মাসও কাটাতে পারলেন না তৃণমূলে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দিয়েছেন তিনি। এই সংক্রান্ত একটি টুইটও করেছেন পবন বর্মা।

  গতবছর ২৩ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছিলেন পবন বর্মা।  তাঁকে গলায় উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতির পদে বসিয়েছিলেন প্রাক্তন এই জেডিইউ নেতাকে। তৃণমূল ছাড়ার কথা জানিয়ে পবন বর্মা যে টুইটটি করেছেন, তাতে কোনও কারণের কথা উল্লেখ করেননি প্রবীণ এই রাজনীতিক। কিন্তু নেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সাম্প্রতিককালে একের পর এক যে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে, এই পরিস্থিতিতেই এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =