এসএসসি নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রীর মামলার রায়দান স্থগিত

কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতিতে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার মামলার রায়দান স্থগিত রাখলেন বিচারক শুভেন্দু সাহা। আগামী মঙ্গলবার ইডির মামলায় চন্দ্রনাথের জামিনের আবেদনের রায় শোনাবেন বিচারক।

শনিবারের শুনানিতে ইডিকে তোপ দাগেন বিচারক। ইডির আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, “১১ মাস কী করছিলেন?” এদিকে আদালত থেকে বেরিয়ে বিচারব্যবস্থার উপর আস্থা প্রকাশ করেন চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, “বিচারব্যবস্থার উপর আস্থা ছিল, আছে, থাকবে।”

নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথকে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি আদালতে সওয়াল করেন, “২০২৪ সালে ৪১ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। মোবাইল পাওয়া গিয়েছে। যা যা লিংক পাওয়া গেল ওনার বিরুদ্ধে আমরা সেগুলো নিয়ে তদন্ত করার জন্য তাঁকে হেফাজতে নিতে চাই।”

ইডির আইনজীবী আদালতে আরও সওয়াল করেন যে তথ্য এখন তাদের হাতে এখন আছে তা থেকে অনেক অজানা যোগসূত্র পাওয়া গিয়েছে। সেগুলো যাচাইয়ের জন্য মন্ত্রীকে হেফাজতে চান তাঁরা। ইডি আরও সওয়াল করে চন্দ্রনাথ রাজনৈতিক ব্যক্তিত্ব সঙ্গে প্রভাবশালীও। তিনি তদন্তে সমস্যা তৈরি করতে পারেন।

হেফাজতের তীব্র বিরোধিতা করেন চন্দ্রনাথের আইনজীবী। দেরিতে নথি জমা দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন তিনি। সওয়াল-জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রাখেন বিচারক। মন্ত্রী চন্দ্রনাথের আইনজীবী সোমবার সাড়ে দশটায় আদালতে হলফনামা জমা দেবেন। মঙ্গলবার দুপুর দু’টোয় মামলার রায়দান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 1 =